الجامعة قاسم العلوم المدرسة بالوكا مؤمن شاهي

জামিয়া কাছিমুল উলুম মাদরাসা, ভালুকা

Jamia Qasimul Uloom Madrasa, Bhaluka

স্থাপিত: ২০২০ খ্রিস্টাব্দ

বিশেষ দোয়ার আয়োজন Details

বিশেষ দোয়ার আয়োজন

07 - Mar - 2023 , 12 AM | TO | 07 - Mar - 2023 , 12 AM

ঢাকা আদর্শ বালিকা মাদরাসা ও বাইতুল হিকমাহ মাদরাসা
মিন্টু ব্যাপারি প্যালেছ ,ওয়াশপুর,কেরাণীগঞ্জ,ঢাকা। ০১৯১২৫৩১৬৬৩, ০১৫৫০৫৯৩০৯

মুহতারাম,
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আপনি জেনে থাকবেন যে, ঢাকা আদর্শ বালিকা মাদরাসা ও বাইতুল হিকমাহ মাদরাসা যুগ সচেতন আলেম-আলেমা তৈরি ও সাধারণ শিক্ষার মহলে দ্বীনি চেতনা সৃষ্টি করার লক্ষ্যে কওমি নেসাবের সাথে সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। 
আলহামদুলিল্লাহ! প্রতিষ্ঠান তার ৯ম শিক্ষাবর্ষ পথ চলা শুরু করেছে এবং চলতি শিক্ষা বর্ষে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশগত উন্নয়ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাইতুল হিকমাহ মাদরাসা নামে ভিন্ন স্থানে বালকদের জন্য একটি নতুন শাখা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে ঝাউচর, আরশীনগরে ৮ কাঠা জমির উপর টিন শেড করার লক্ষ্যে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।  উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত থাকবেন বৃটিশ খেদাও আন্দোলনের মহানায়ক, শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহ: এর বিশিষ্ট খলিফা, শাইখুল হাদীস আল্লামা আব্দুল মুমিন রহ: (শায়খে ইমাম বাড়ীর) প্রধান খলিফা, ফেদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ: এর সোহবত ইয়াফতা, জাতির এ ক্রান্তিলগ্নে হুসাইন আহমাদ মাদানী রহ: এর চিন্তা ও দর্শন  প্রতিষ্ঠায় নির্ভীক, অদম্য সাহসী, এক বিপ্লবী সিপাহসালার, বহু মাদরাসার শাইখুল হাদীস,  মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সাহেব দা: বা:, মোতাওয়াল্লী খানকায়ে হুসাইনিয়া মাদানীয়া মাদানীনগর মোমেনশাহী। 
তারিখঃ ৭ মার্চ, রোজঃ মঙ্গলবার
সময়ঃ ৩.৩০ হতে ৬.০০ ঘটিকা পর্যন্ত। 
স্থানঃ বাইতুল হিকমাহ মাদরাসা ঝাউচর, আরশীনগর, কেরাণীগঞ্জ, ঢাকা
উক্ত দোয়ার মাহফিলে আপনি বিশেষভাবে আমন্ত্রিত।

 
ওয়াস্সালাম
মুহতামিম, অত্র মাদরাসা